|
Date: 2024-07-06 08:35:38 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৬ জুলাই) দুপুরে গ্রেপ্তার ওই দুই নারীকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত পোনে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ।
গ্রেপ্তারেরা হলো, ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়ার গ্রামের মিজান বেপারীর মেয়ে জলপরী ওরফে শারমিন (২৭) এবং একই এলাকার আরশাদ বেপারীর মেয়ে অপু ওরফে আশা (১৮)।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে রিকশাযোগে গাঁজা নিয়ে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে পৌর শহর এলাকাস্থ ইসলামপুর উচ্চবিদ্যালয়ে প্রবেশপথ সংলগ্ন সড়ক ওই দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে ব্যাগে মোড়ানো থাকা এক কেজি চারশত গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুউদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বাদী এসআই মাসুউদুর রহমান বলেন, 'গ্রেপ্তার ওই দুই নারী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে গাঁজা ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে বিপথগামী করছিলো বলে জানা গেছে।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে প্রায় দেড় কেজি গাঁজা জব্দ করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।'
© Deshchitro 2024