টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনে সভাপতি হয়েছেন অধ্যাপক গোলাম ছামদানী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।


এ কমিটির আগামী ২০২৪-২০২৫ সনের দায়িত্ব পালন করবে। মধুপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ৬ জুলাই শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে দুটি অধিভিশনের মধ্য দিয়ে প্রথম সেশনে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দ্বিতীয় অধিভিশনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ ভোট গ্রহণ করা হয়। অধ্যাপক গোলাম ছামদানীকে সভাপতি ও অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।


প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদনী। অন্য দুই কমিশনার হলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রউফ ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024