|
Date: 2024-07-06 10:02:09 |
'স্বপ্ন দেখো জীবন গড়ো' এই স্লোগান নিয়ে জয়পুরহাটে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। শিখোর পৃষ্ঠপোষকতায় শনিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা মুজিবুর রহমান স্মৃতি ঢালী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলোর জেলার প্রতিনিধি রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হাকিম কাজী ও প্রথম আলোর বগুড়ার স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
© Deshchitro 2024