'ওপেন ডে টি টেস্টটিং সেশন' এরও উদ্বোধন 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুনগতমান সম্পন্ন চা তৈরি ও কাঙ্খিত মূল্য প্রাপ্তির জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) 'প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং' বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৬ জুলাই) সকালে শ্রীমঙ্গলে অবস্থিত পিডিইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আগামী ১১ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচী চলমান থাকবে। এছাড়া এসময় বিটিআরআই-এ কেন্দ্রীয়ভাবে 'ওপেন ডে টি টেস্টটিং সেশন' এরও উদ্বোধন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য  (অর্থ ও বাণিজ্য) মো. নুরুল্লা নূরী, বিটিআরআই পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, পিডিইউ পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও দেশের বৃহত্তম চা কোম্পানি ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী।

এছাড়া দেশের ১৫৬ টি চা বাগানের প্রতিনিধি, চা বোকার্স এসোসিয়েশনসহ চা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024