রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবোর (২০২৪-২০২৫) এর সভাপতি নির্বাচিত হলেন তাসনুভা হায়দার নোভা ও সাধারণ সম্পাদক সাবিনা কাইয়ূম। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদা আক্তার মিতার নেতৃত্বে ২০১৮ সালে রেইনবো ক্লাব এর যাত্রা। নতুন রোটাবর্ষের পরিচালনা পরিষদের   অন্যান্য সদস্যরা হলেন আইপিপি ইফতেখার উদ্দিন খান, সভাপতি ইলেক্ট ওয়াহিদুল ইসলাম , সহ সভাপতি রোকেয়া সুলতানা, মমতাজ বেগম, যুগ্ম সম্পাদক সূবর্না দে, ক্লাব প্রশিক্ষক জাহেদা আকতার মিতা,  বুলেটিন এডিটর এম নাসিরুল হক,  টি আর এফ চেয়ার খায়ের আহমেদ, মেম্বারশীপ চেয়ার হাফিজুর রহমান সোহেল, সার্জেন্ট এন্ড আর্মস আবদুল মামুন বাহার,  নির্বাহী সম্পাদক আলী মাহবুব,  কমিউনিটি সার্ভিস অভিজিৎ বড়ুয়া,  ভোকেশনাল সার্ভিস প্রবির চন্দ্র সাহা, ইন্টারন্যাশনাল সার্ভিস নুরুল আনোয়ার, ইয়ুথ সার্ভিস জুয়েল চক্রবর্তী  কোষাধ্যক্ষ এরশাদুল হক। সম্প্রতি ক্লাবের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024