শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ শনিবার (৬ জুলাই) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ. কে. এম আব্দুর রহমান।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম প্রমুখ।

ছবি- শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024