মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা একমাত্র শিশু হাসপাতালটি বেহাল দশায় পরিনত হয়েছে, দেখার যেন কেউ নেই। জাতীয় অধ্যাপক এম আর খানের প্রতিষ্ঠিত সাতক্ষীরা শিশু হাসপাতাল এখন বেহাল দশাসৃষ্টি হয়েছে।


সরজমিনে গিয়ে দেখা যায়, শিশু হাসপাতালের চারপাশে ময়লা আর্বরজনা ফেলানো আছে পরিষ্কার করার মতো কেউ নাই। তাছাড়া আরো দেখা যায় সাতক্ষীরা শিশু হাসপাতালের সামনে একটি রাস্তার অবস্থা খুবই নাজুক এটা যেন মরনের ফাঁদ পরিণত হয়েছে।


সাতক্ষীরা শিশু হাসপাতালের এক করর্মচারি বলেন, সাতক্ষীরা শিশু হাসপাতালটি পরিচালনা করার মতো কেউ নাই, হাসপাতালের চারিদিকে ময়লা আবর্জনা ফেলছে। বাগানে পানি জমেছে, এতে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে হাসপাতালে শিশুরা চিকিৎসা নিতে এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। হাসপাতালের ভিতর দিয়ে একটি ঝুঁকিপূর্ণ রাস্তা ছিলো অনেক দেরিতে হলেও ঢালায় রাস্তা তৈরি হয়েছে।


ঢালাই রাস্তার পাশে জরাজির্ণ সেই ইটের সলিং রাস্তাটি রয়ে গেছে সেটা এখন মানুষের মরন ফাঁদে পরিণত হয়েছে। কোথাও ইট আছে আবার কোথাও মাটি বাহির হয়ে গেছে। মেইন সড়ক হতে ওই রাস্তায় নেমে শিশু হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। অনতিবিলম্বে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া প্রয়োজন।


এ বিষয়ে সাতক্ষীরা শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অসিত স্বর্ণকারের কাছে কয়েক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি ।


জরাজির্ণ রাস্তার বিষয় সাতক্ষীরা শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক জামান খান জানান, রাস্তাটি ঝুঁকিপূর্ণ এ জন্য অতিদ্রুত রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024