|
Date: 2024-07-06 16:05:02 |
২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে ৬ টি বিভাগে মাস্টার্স কোর্স চালুর অনুমতি পেলো জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ গত ৪ঠা জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একাডেমিক শাখা হতে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যনেজনেন্ট বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি প্রদান করা হয়৷
প্রজ্ঞাপনে ৬টি নতুন বিভাগকে মাস্টার্স পোগ্রাম চালুর অনুমতি দেওয়া হয়৷ বিভাগগুলো হলো ফিসারিজ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, ব্যবস্থাপনা, সমাজকর্ম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ৷ এতে শর্ত হিসেবে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০জন শিক্ষার্থী ভর্তির কথা উল্লেখ করা হয়েছে৷
উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের ৪৪ তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ ২০১৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিভাগ নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর এক বিশেষ আদেশবলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হিসেবে আত্ত্বীকরণ করা হয়৷ জামালপুর জেলা শহর থেকে মেলান্দহ বাজারের উপকন্ঠে অবস্থিত ৩০ একরের এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রায় ১২০০০ শিক্ষার্থী৷
এদিকে নতুন করে মাস্টার্স পোগ্রাম চালুর অনুমতি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা৷
© Deshchitro 2024