|
Date: 2024-07-07 06:39:32 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ৬ জুলাই সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মানুষ বিরিয়ানি খেয়ে পেটের পিড়ায় আক্রান্ত হন।
জালালাবাদ ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষী সম্মেলনে বিরিয়ানি খেতে দেওয়া হয়। এই বিরিয়ানি খাওয়ার কিছু সময় পর প্রায় সকলের বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। ১২০ প্যাকেট বিরিয়ানি আনা হয় কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে।
সন্ধ্যার পরপরই একের পর এক ফোন আসতে থাকে বমি, পেটে ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে প্রায় সবার। অসুস্থ্যদের অধিকাংশ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম জানান, পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানা নিয়ে অর্ধ-শতাধিক নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। বিরিয়ানিতে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি।
© Deshchitro 2024