কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া এর সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে উক্ত চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদ ভইস-চেয়ারম্যান সৈয়দ নুরে আলম। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. কবির হোসেন ও সার্ভেয়ার (এলজিইডি) মো. মোখলেছুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিসাবরক্ষক (এলজিইডি) মো. সোহরাওয়ার্দী।

এসময় উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন নারী কর্মীর মাঝে প্রায় ৭২ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024