আন্তর্জাতিক ডেস্ক :


করোনার প্রভাবে এখনও ধুঁকছে চীন। এরই মধ্যে প্রাণীদেহ থেকে সংক্রমিত নতুন একটি ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে দেশটিতে। নতুন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে অন্তত ৩৫ জন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ভাইরাসের নাম ল্যাংগায়া হেনিপা ভাইরাস (লেভি)। চীনের শানডং এবং হেনান প্রদেশের ৩৫ জন রোগীর মধ্যে এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ভাইরাসের মূল লক্ষণ হলো জ্বর, অবসাদ ও কাশি।


বিজ্ঞানীরা ধারণা করছেন, ইঁদুর প্রজাতির প্রাণী শ্রু থেকেই এ ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।


বিজ্ঞানীরা বলছেন, লেভি ভাইরাস ২৭ শতাংশ শনাক্ত হয়েছে শ্রুর দেহে। এ ছাড়া ৫ শতাংশ কুকুরের শরীরে এবং ২ শতাংশ ছাগলের শরীরে। 


এই মাসে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি জার্নালে চীন, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার গবেষকদের লেখা একটি চিঠিতে এ নতুন ভাইরাস নিয়ে উল্লেখ করা হয়।


সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের গবেষক ওয়াং লিনফা বলেন, লেভি ভাইরাসে সংক্রমণ গুরুতর নয়। তাই আতঙ্কের কোনো কারণ নেই।


লেভি এমন এক ধরনের হেনিপাভাইরাস, যা জুনোটিক প্রকৃতির ভাইরাসের অন্তর্ভুক্ত। এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।


জুনোটিক ভাইরাস খুব সাধারণ হলেও করোনা মহামারি ছড়ানোর পর থেকে এটি সবার দৃষ্টি আকর্ষণ করে। কারণ এ প্রকৃতির ভাইরাসও কখনও কখনও মারাত্মক হয়ে উঠতে পারে। এর মধ্যে রয়েছে নিপাহ ভাইরাস যার প্রাদুর্ভাব দেখা যায় এশিয়ার প্রাণী ও মানুষের মধ্যে। এ ছাড়া হেন্ড্রা ভাইরাস যা প্রথম শনাক্ত হয় অস্ট্রেলিয়ায় একটি ঘোড়ার শরীরে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024