|
Date: 2024-07-07 13:19:08 |
কালুখালী উপজেলা পরিষদ এর পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন।
রবিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো পরিদর্শনকারী টিমের নেতৃত্ব দেন।
পরিদর্শনকালে তার সাথে জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,গাইনি কন্সালটেন্ট ডাঃ নাহিদা ইয়াসমিন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ শাখাওয়াত হোসেন খান,ডাঃ অনিক কুমার দাস, নার্সেস ইনচার্জ শামছুন্নাহার,ওটি ইনচার্জ আসমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান যাচাই করন ও রোগীদের প্রদত্ত খাদ্যের মান দেখতে আকস্মিক ভাবে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় হাসপাতালে জন্ম নেওয়া এক নব জাতকের জন্মদিনের কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান।
© Deshchitro 2024