|
Date: 2024-07-07 22:36:03 |
আমার জীবন কাহিনী অনেক জটিল। এই জটিল জীবন নিয়েও এগিয়ে যাচ্ছি। আমার হাসবেন্ড পাঁচ বছর হলো মারা গেছে। আমি হিন্দু পরিবারের হয়েও ভালবেসে মুসলীম ছেলেকে বিয়ে করি। কিন্তু হটাৎ সে স্টোক করে মারা যায়। আমার এক ছেলে বয়স এখন সারে সাত। সে মারা যাওয়ার সময় সে তিন বছর। তারপর আমার পরিবার মুটামুটি নামকরা তারা আমাকে নিতে চায় ফিরিয়ে কিন্তু ফিরে যাওয়া হয়নি। বর্তমানে আমি ধামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আছি। আমার স্বামীর বেশ বড় অংকের রীণ আছে। অথাৎ প্রায় সাত লক্ষ টাকা আমি দিচ্ছি এবং ছেলেকে বড় করার চেষ্টা করছি। আমি আগে থেকেই সঙ্গীতের সঙ্গে জড়িত। তাই একটু একটু গানও করি এজন্য সবাই চিনে। আমি বর্তমানে আমার স্বামীর দেয়া বাসায় ছেলেকে নিয়ে থাকি। পাশাপাশি শিক্ষকতা ও গানের সঙ্গে জড়িত।
মুক্তা তিনি জনপ্রিয় একজন শিক্ষক এবং একজন সংগীতশিল্পী ।
© Deshchitro 2024