লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার 

লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৩  জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নাজিম উদ্দীন,মজিবুর রহমান, মাজেদুল হক। থানা পুলিশ সূত্রে জানা যায় শনিবার( ৬ জুলাই) দিবাগত রাতে  পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শৈলেশ চন্দ্র দাস,সহকারী উপপরিদর্শক ( এএসআই)  আবেদ আলী ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের সহকারী উপ- পরিদর্শক ( এ এস আই) আকবর আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে  ৩ জন   পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা  হলো উপজেলার  জিরুন্ডা গ্রামের ছপিল মিয়ার ছেলে নাজিম উদ্দীন, লক্ষীপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে মজিবুর রহমান ও কামালপুর গ্রামের এরশাদ আলীর ছেলে মাজেদুল হক।  আসামীদের কে রবিবার ( ৭ জুলাই)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের আসামী গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024