জয়পুরহাটের ক্ষেতলালে ছোটবেলায় করা ভূলের প্রায়শ্চিত্ত করতে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক দিসেবে যোগ দিয়েছেন শাওন খাঁন নামে এক ব্রাজিল সমর্থক।


৪ জুলাই (সোমবার) বিকেল ৩টায় উপজেলার সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে ব্রাজিল সমর্থক শাওন খাঁনকে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল জার্সি পড়িয়ে দেওয়ার মধ্যদিয়ে তাকে সাদরে গ্রহণ করেন ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থকদের সাথে যোগ দেয়া ওই যুবক উপজেলার ৫নং আলমপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। সে ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র।


আর্জেন্টিনা সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে শাওন খাঁন জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সবসময় দলটির জন্য অনেকের সাথে তর্কে জড়িয়েছি। কিন্তু উরুগুয়ের মত দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। অন্যদিকে মেসির দল আর্জেন্টিনার খেলায় মুগ্ধ হয়ে রীতিমতো আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদে লিখিত আবেদনের মাধ্যমে আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হলাম।


ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদের  সাধারণ সম্পাদক ইমতিয়ার আহমেদ তালুকদার বলেন, কোমলমতি শিশুদের নানাভাবে ভং চং বুঝিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর একটি নীল নকশা তৈরি করেছিল একটি চক্র। কারণ তারা জানত তারা ভবিষ্যতে সাপোর্টার শূন্য হয়ে পড়বে। কিন্তু কোমলমতি শিশুরা এখন তাদের ভুল বুঝতে পেরে বিশ্ব চাম্পিয়ন দল আর্জেন্টিনায় কনভার্ট হচ্ছে। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।


সমর্থক পরিষদের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ বলেন, তাদের (ব্রাজিল) দাদাদের ছিল অনেক, বাপের ছিল অল্প আর এখনকার ব্রাজিল সমর্থকদের আছে শুধুমাত্র গল্প। ভামোস আর্জেন্টিনা।






প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024