|
Date: 2024-07-08 13:06:25 |
হে প্রভু আমি তোমায় ডেকে হয়নি কভু ক্ষান্ত,
বরং জীবনটারেই সর্বদা তুৃমি করেছো পরিশ্রান্ত;
প্রথম যেদিন ধরার বুকে ফুটেছিলাম হয়ে ফুল
তোমার দয়ায় মাকেও আমি চিনতে করিনি ভুল!!
স্বীয় কলব তার ভৃত্য বানিয়ে করিয়েছে বহু পাপ
জানি তোমার দয়া থাকলে পাশে কাঁটবে সদা চাপ;
জননীর কোলে ফুঁটিবার আগেও দিয়েছো তুমি আশ্রয়
যতনে- রতনে পেলেছো আমায় করোনি কভু সাশ্রয়!!
ঐহ্যিক সব লোলুপে লোলুপে জীবন হয়ে গেছে বিষন্ন,
আমি পড়িনি ভেঙে, জানি তব রহমত ঠিকি হবে আসন্ন;
ইহলোক আর পরলোক তুমি করে দাও মোরে সোজা
আমি কঙ্ক্রীট নয়, করিলে পরখ হয়ে যাবে তা বোঝা!!
পরিবার নিয়ে জগৎটাকে সাজানোর দাও হে সুযোগ
তোমার মদদ থাকলে পাশে তা হবে না কভু দূর্যোগ;
মোর আত্মিক আর বাহ্যিক হোক তব অনুরাগে সিক্ত
প্রীতি আর কৃপা যদি থাকে আমি হবো না কভু রিক্ত!!
লেখকঃ আসিফ আহমেদ
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
© Deshchitro 2024