|
Date: 2022-11-05 09:34:37 |
গাঁজা লিটনকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ
নোয়াখালী জেলার চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মাদক ব্যবসায়ী লিটন ওরফে গাঁজা লিটনকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ।
৪ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে চাটখিল থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শংকরপুর থেকে তাকে গ্রেফতার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের বরাত দিয়ে, নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত মোঃ লিটন (২৯), পিতা- নুর আলম। সে খিলপাড়া ইউনিয়নের শংকরপুর পোদ্দার বাড়ীর বাসিন্দা।
গ্রেফতারকৃত এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত এলাকায় গাঁজা ইয়াবার টেবলেটসহ বিভিন্ন রকম মাদকের জমজমাট ব্যবসা করে আসছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
© Deshchitro 2024