|
Date: 2024-07-08 14:15:37 |
নাফ নদীর মাঝখানে মায়ানমারের সীমানায় লালদ্বীপের চর নামক স্থানে কাঁকড়া শিকার করতে গিয়ে মাইন বিস্ফোরণে একজন নিহত ও দু’জন আহত হয়েছে।
সুত্রে জানা যায়, রবিবার (৭জুলাই) দুপুরে টেকনাফ হ্নীলা দমদমিয়া এলাকার আব্দুল হামিদের পুত্র মোঃ জুবায়ের (১৯), কামালের পুত্র শাহ আলম ও জাদিমুড়ার মেস্তরির পুত্র শুক্কুর ঘটনাস্থলে কাঁকড়া শিকার করার জন্য যায়। একইদিন বিকালের দিকে সম্ভবত মাইন বিস্ফোরণে জোবায়ের এর ডান পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত উড়ে যায়। বাম পায়ের কিছু কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়। তাহার সঙ্গীয় শাহ আলম ও শুক্কুর তারাও শরীরের বিভিন্ন স্থানে মাইন বিস্ফোরণের কারণে আহত হয়। শাহ আলম ও শুক্কুর দ্রুত তারা তাদের গ্রামে আসলে আত্মীয়-স্বজন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় মোঃ জোবায়ের না আসায় জোবায়েরের ভাই মোহাম্মদ আয়াজ ঘটনাস্থলে গিয়ে জোবায়েরকে আহত অবস্থায় তাদের বাড়িতে নিয়ে আসলে সেখানে মোঃ জোবায়ের মৃত্যু বরণ করে। মৃত জুবায়েরের লাশ বর্তমানে তাদের বাড়িতে আছে।
টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে তারা নিহত ও আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফন করা হবে।
© Deshchitro 2024