জয়পুরহাটের ক্ষেতলালে বিআরটিএ এর “নো হেলমেট, নো ফুয়েল” নির্দেশনা অমান্য করে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে তেল বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।


সোমবার (৮ জুলাই) বিকাল ৪টায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার সংলগ্ন মেসার্স খালিদ ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে খালিদ ফিলিং স্টেশনের ম্যানেজার রনজিত দেবনাথ’কে ১ হাজার টাকা এবং সেলসম্যান কামরুজ্জামানকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।


ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, উপজেলার ফিলিং স্টেশনগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর “নো হেলমেট, নো ফুয়েল” নির্দেশনা অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল বিক্রি করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল বিক্রির অপরাধে বটতলী খালিদ ফিলিং স্টেশনের ম্যানেজার এবং সেলসম্যানকে জরিমানা করা হয়। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024