“কেউ যদি ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা থেকে শুরু করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে” বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।


৮ জুলাই (সোমবার) সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের হাটবাড়ি চরএলাকায় বন্যায় পানিবন্দী ৩০০ পরিবারের মাঝে চাল ও ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন বিভাগীয় কমিশনার। 


তিনি সাংবাদিকদের আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন একটি মানুষও যেন ত্রাণের সঙ্কটে না পড়ে, আশ্রয়হীন না হয়ে থাকে এবং সহায় সম্বলহীন হয়ে না পড়ে। 


বন্যা কবলিত এলাকার একটি লোকও খাবার ছাড়া থাকবে না। সারিয়াকান্দিতে ৪টা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। এছাড়াও প্রস্তুত আছে শিশুখাদ্য এবং গবাদি পশুর সব খাবার। আমরা জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে চাই। 


পরে তিনি সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ছাত্রীদের জন্য গার্লস কমফোর্ট জোনের উদ্বোধন করেন।


এরপর তিনি ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেন।


সারিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।


মতবিনিময় শেষে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ উদ্বোধন ও ২১৬ মানুষের মাঝে চাল বিতরণ করেন।


এরপর উপজেলা পরিষদের এম্বুলেন্স উদ্বোধন এবং পৌরসভা পরিদর্শন করেন। 


এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, মেয়র মতিউর রহমান মতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024