|
Date: 2024-07-08 22:12:40 |
গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে সাংবাদিক আশরাফুল ইসলাম কে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনাম কয়েকজন ব্যাক্তি।
গত ৬ জুলাই ২০২৪ দিবাগত-রাতে আনুমানিক ১২ টার দিকে সাংবাদিক আশরাফুল ইসলাম এর ভাড়াবাড়ির পিছনে অজ্ঞাতনামা কয়েকজন পুরুষ কন্ঠে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে সাংবাদিক আশরাফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এবং আমার পরিবার খুবই আতংকে আছি, টেপিররাড়ী বাসা করে ভাড়া দেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পাশাপাশি বসবাস কয়েকজন ব্যাক্তির সাথে ঝামেলা চলছে। তার মধ্যে গত ৬ তারিখ রাতে আমার এবং আমার স্কুল পড়ুয়া ছেলের নাম ধরে ডাকাডাকি শুরু করে ঘড় থেকে বের হতে বলে এবং বের না হলে হত্যার হুমকি দেয়, এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম ভাই কে ফোন দিলে তিনি থানায় অথবা ৯৯৯ এ ফোন দিতে পরামর্শ দেন। আশরাফুল ইসলাম আরো বলেন হত্যার হুমকি পেয়ে রীতিমতন আতংকের মধ্যে রয়েছেন। তাই এই বিষয়ে শ্রীপুর থানায় লিখত অভিযোগ দিয়েছি।
আশরাফুল ইসলাম জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকা সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় নিউজ রিপোর্টার হিসেবে কাজ করছেন। পাশাপাশি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবেও আছেন। এমতাবস্থায় সাংবাদিক আশরাফুল ইসলাম এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছেন।
এ বিষয়ে শ্রীপুর থানায় জানতে চাইলে শ্রীপুর থানার ডিউটি অফিসার জানান, তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে ।
© Deshchitro 2024