কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোহাম্মদ ইসমাইল (৩৬)নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।


সোমবার (৮ জুলাই) বিকাল পাঁচটার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) ডি-১ ব্লকে এ ঘটনা ঘটে।


নিহত মোহাম্মদ ইসমাইল (৩৬) ওই ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।


তিনি জানান, আড্ডা দেওয়ার সময় ৮-১০ জন অজ্ঞাত সন্ত্রাসী আকস্মিক ইসমাইলের পেটে, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


চিৎকার শুনতে পেয়ে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024