|
Date: 2024-07-09 13:00:34 |
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকায় ভাড়া কলোনিতে শুভংকর দাশ (২৩) নামের এক স্বর্ণ কারিগর আ'ত্ম'হ'ত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শুভংকর দাশ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়াস্থ হাছিনা পাহাড় এলাকার বাসিন্দা পলাশ দাশের ছেলে বলে জানা গেছে।
৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে জাগির পাড়া এলাকার ছাবের আহমেদের কলোনি থেকে তার মৃ'ত'দে'হটি উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, শুভংকর দাশ পেশায় একজন স্বর্ণ কারিগর। প্রতিদিনের মতো কারখানা থেকে তার ছাবের কলোনিতে তার ব্যাচেলর বাসায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আসে।এ সময় বাসার দরজা জানালা বন্ধ করে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের অগোচরে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আ'ত্ম'হ'ত্যা করে।
প্রতিবেশীরা জানায়, দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখতে পান মৃ'ত'দে'হ ফ্যানের সাথে ঝু'ল'ছে।
পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে এস,আই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃ'ত'দে'হের সুর'ত'হা'ল প্রতিবেদন তৈরি করে ম'র্গে পাঠানোর ব্যবস্থা করেন।
জানতে চাইলে সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেনা বলেও জানান স্বজনরা।
© Deshchitro 2024