|
Date: 2024-07-09 16:51:50 |
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে বেলাল হোসেন নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবিল রামপুর এলাকায় মারা যায় সে।
মারা যাওয়া বেলাল হোসেন একই এলাকার ইসলামিয়া মিজবাহুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি গ্রামের বশির উল্লাহর ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ছেলে পুকুরে ডুবে মারা গেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীর বাবা বশির উল্লাহ। তিনি বিনা ময়নাতদন্তে ছেলের মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছেন। পুলিশের তদন্তেও অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় আবেদনটি আমলে নিয়ে শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
© Deshchitro 2024