শ্যামনগরে কৃষকলীগ নেতা কাশেম কাগুচি হত্যা মামলার প্রধান আসামি আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কৃষকলীগ নেতা কাশেম আলী কাগুচি হত্যা মামলার প্রধান আসামি মুছা গাজীকে(২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০জুলাই) দিবাগত রাতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুছা গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে।

এছাড়া আরও পাঁচজনকে এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে এরশাদ আলীর বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য যে,৪ জুলাই মধ্যরাতে গাবুরা ইউপির কৃষকলীগ নেতা কাশেম আলী কাগুচীকে চিংড়ী ঘেরে নৌকায় বেঁধে রেখে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। এঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024