হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রজাতির সাড়ে ৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।আজ বুধবার সকালে উপজেলার রমনা ও থানাহাট ইউনিয়নের বিশ্ব রোডের পার্শে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তার ধারে ধারে বিভিন্ন রকম বৃক্ষের চারা রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে চিলমারী উপজেলার সকল রাস্তার ধারে গাছের চারা রোপন করা হবে বলে জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024