|
Date: 2024-07-10 14:19:39 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে হাবীবপুর আইপিএম ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২৪ অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ জুলাই) বিকেল ৫টায় সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপন করে অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
হাবিবপুর আইপিএম ক্লাব সভাপতি নূরুল আফসার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাবিবপুর আইপিএম ক্লাব সাধারণ সম্পাদক ও সিরাজপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশীদ।মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব। (লন্ডন প্রবাসী)মোহাম্মদ নুরুল্লাহ। বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম জসিম উদ্দিন।(বসুরহাট মদিনা হোটেলের মালিক) মোহাম্মদ শহীদুল্লাহ। আইপিএম ক্লাবের সদস্য মোহাম্মদ মোশারফসহ প্রমূখ।
© Deshchitro 2024