সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

'বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উনয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫নভম্বর) কেশবপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। সমবায় বিভাগ, সমবায়ী ও উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হাসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উনয়ন শীর্ষক আলাচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশার-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য শাহিন চাকলাদার(এমপি)। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রভাত কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, ভাইস চয়ারম্যান নাসিমা আকতার সাদেক। এসময় আরও বক্তৃতা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরুষ্কার প্রদান করা হয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024