|
Date: 2024-07-11 09:17:33 |
মোঃমেশকাত হোসেন
আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ
আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়ানের (আক্কেলপুর-দুপচাচিয়া মহাসড়ক) কড়িতলী নামক স্থানে আফতাব ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নাজমুল হোসেন এর অবৈধ ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনজুরুল আলমকে সরবরাহকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ ৩০,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে জানা যায় আফতাব ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মাহবুবুল আলম এর সাইনবোর্ড থাকলেও তা মোঃ নাজমুল হোসেন নিজেই চালাতেছেন। তিনি ফিলিং স্টেশনের নামীয় কোন কাগজপত্র, বিস্ফোরকদ্রব্য মজুদ/ সংরক্ষণ এবং বিক্রয়ের সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। দীর্ঘদিন থেকে কাগজপত্রবিহীন ও অনুমোদন ছাড়া বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রয় করে আসছেন। তার প্রেক্ষিতে আজ উক্ত ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন আলতাব ট্রেডার্স কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেন নাই এজন্য আমরা তাকে অবৈধ বলে জরিমানা করে করছি,এবং বন্ধ করে দিয়েছি পরবর্তীতে ফিলিং স্টেশনের অনুমোদন দেখাতে পারে তাহলে সেটা চালু হবে আর দেখাতে না পারলে বন্ধ থাকবে।
© Deshchitro 2024