অন্তর্ভূক্তিমুলক উপাত্ত ব্যবহার করি,সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই)  সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ -পরিচালক মো: মোদাব্বের হোসেনের সভাপতিত্বে এ-সময়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলাপ্রশাসক মোঃ সাইদুল আরিফ। 


বিশেষ অতিথি হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিলসার্জন ডাঃ মনজুর - এ - মোর্শেদ এবং পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম। 


অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ মনজুর রহমানের সঞ্চালনায় বক্তারা কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরো বেগবান করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 


আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগে উল্লেখযোগ্য ভুমিকা রাখার জন্য  ৯ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024