|
Date: 2024-07-11 14:50:00 |
বাঁশখালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ ও জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা আজ সকাল ১০ টায় বাঁশখালী উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী,প্রধান সংবর্ধিত ও আলোচক হিসাবে উপস্হিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরীমুন আক্তার নুরী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল খালেক পাটোয়ারী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, বাঁশখালী উপজেলা কৃষি অফিসার আবু সালেক,সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী স বাঁশখালী উপজেলা পরিষদের আওতাধীন সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বাঁশখালী উপজেলায় কর্মরত সকল প্রশাসনিক কর্মকতা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024