কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী (সঙ্গত কারণে নাম গোপন রাখা হল) অ'প'হ'র'ণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অ'প'হর'ণের দুইদিন পেরিয়ে গেলেও সন্ধান পায়নি পরিবার। 


৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ির ফেরার পথে চৌফলদন্ডী সিকদার পাড়া সড়কের প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানায় ভিকটিমের মামা। 


ছাত্রীর মায়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায়,চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে উ'ৎ'পে'তে থাকা ৪জন যুবক মু'খ চে'পে ধ'রে জো'র'পূ'র্বক সিএনজি যোগে অ'প'হ'রণ করে নিয়ে যায়। ঘটনায় জ'ড়ি'ত ৪ জনের নামে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অ'ভি'যো'গ দিলেও কোনো ধরনের হদিস পাননি মেয়ের। 


স্থানীয়রা জানায়,দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় কেউ সহযোগিতা করছে না। মেয়ে অপ'হ'র'ণের পর থেকে মায়ের আ'হা'জা'রি থামছে না। 


ভি'ক'টি'মের মা আরো বলেন, অ'প'হ'র'ণের ঘটনায় স্থানীয় আশেক উল্লাহ আবদুল্লাহ, সাদেক, নাইম নামের চারজন জ'ড়ি'ত। তারা প্র'ভা'বশা'লী হওয়ায় মুখ খোলার সাহস করছে না কেউ। প্রশাসনের অসহযোগিতার কারণে উদ্ধারে বিলম্ব হচ্ছে বলেও জানান মা।


অ'ভি'যো'গের ব্যাপারে জানতে অ'ভি'যু'ক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।পরবর্তীতে পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।


তবে স্থানীয়দের ধারণা, আশেক উল্লাহ নামের ওই ছেলের সঙ্গে মেয়েটির প্রে'মে'র স'ম্প'র্ক ছিল।


কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, লিখিত অ'ভি'যো'গের ভিত্তিতে একজন অফিসার ভি'ক'টি'মকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন মাধ্যমে উ'দ্ধা'রের চেষ্টা চালাচ্ছে। 


চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ছাত্রী অ'প'হ'র'ণের ঘ'ট'নার সত্যতা নিশ্চিত করেন। 


চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হলে সাথে সাথে তাদের নিয়ে থানায় লিখিত অ'ভি'যো'গ দায়ের করা হয়।এবং জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে ধৃ'ত করে ঘটনার বিস্তারিত সংগ্রহ করে পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024