|
Date: 2024-07-12 10:45:34 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের সোহাগ (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আইয়ুব আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সোহাগ পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন রাতে চৌধুরী বাজার এলাকায় ইমরান নামে একজনের বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, খবর পেয়ে সোহাগের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024