শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি জহুরুল হায়দার বাবু ও সম্পাদক জি এম শোকর আলী

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনার বাংলা কমপ্লেক্সের হল রুমে উপজেলার ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

  সভায় সর্বসম্মতিক্রমে সাতাীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি,  উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম শোকর আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

 নব গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি অসীম কুমার মৃধা এবং গাবুরা  ইউ পি চেয়ারম্যান  জি এম মাসুদুল আলমকে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে কৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ  আব্দুর রহিম, যুগ্ম-সাধারন সম্পাদক আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), কোষাধ্য বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান  হাজী নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদুল ইসলামকে মনোনিত করা হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্ব সম্মতি ক্রমে আলোচনান্তে আগামী ৫ বছরের জন্য বর্তমান কমিটি গঠন করা হয়।

ছবি- শ্যামনগর চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি জহুরুল হায়দার বাবু ও সম্পাদক জি এম শোকর আলী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024