|
Date: 2024-07-12 13:58:04 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে দাফন কার্যক্রম টিমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ জুলাই ) বিকাল ৪টায় বসন্তপুর পাঁকার মোড় ওয়াপদা বাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গুনাকরকাটী খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতী মাওঃ আবু তাহের। তিনি বক্তব্যে বলেন, আল্লাহ রাববুল আলামীন পবিত্র কুরআনে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মুসলমান মারা গেলে দ্রুত মৃতের গোসল, কাফন, জানাজা, লাশ বহন সহ দাফন কাজ সম্পাদন করতে হয়। এই কাজগুলোতে রয়েছে বিরাট পরিমাণ সওয়াব। যারা এই কাজে অংশগ্রহণ করেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বসন্তপুর পীর কাঙ্গালী (ফকির পাড়া) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা রবিউল ইসলাম, বসন্তপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মু্ক্তিযোদ্ধা এস.এম মমতাজ হোসেন মন্টু, সহকারী অধ্যাপক মহাসিন আলী, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষক আব্দুর রহমান, বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জহিরুল আলম প্রমুখ। কর্মশালায় প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী সদস্য প্রশিক্ষণ গ্রহণ করে।
© Deshchitro 2024