একটি মানবিক আবেদন:


গলাচিপার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ শোয়েবুর রহমান শোয়েব হেপাটাইটিস বি ভাইরাস থেকে ক্রনিক লিভার রোগে আক্রান্ত হয়। কয়েকদিন আগে ডাক্তার দেখিয়ে জানতে পারে তার লিভারে অনেকগুলো টিউমার হয়েছে এবং সিটি স্ক্যান রিপোর্টে তার লিভার ক্যান্সার ধরা পড়ে।


পরবর্তীতে ঢাকা ল্যাব এইড হাসপাতালে বোর্ড বসে এবং সেই মোতাবেক তাকে লিভার ট্রান্সফার করার পরামর্শ দেন এবং দিল্লির একটি হাসপাতালে তাকে রেফার করেন।


আগামী ১৮-০৭-২০২৪ ইং দিল্লির একটি হাসপাতালে চিকিৎসার জন্য তিনি যাবেন । তার লিভার ট্রান্সফারের জন্য আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা প্রয়োজন। এই টাকা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তার মা ২০২০ সালে করোনা মহামারীর সময় মারা যায়। 


মানুষ মানুষের জন্য। আর এটাই মানবিকতা। আমাদের মানবিক মন ও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যেতে পারে শোয়েবর জীবন। আমরা সবাই তো প্রতিদিন কমবেশি পকেট খরচ করে থাকি। সেখান থেকে কিছু টাকা তার চিকিৎসার জন্য দিলে, সবাই মিলে একটু চেষ্টা করলে হয়তো বেঁচে যাবে একটি জীবন। হাসি আনন্দে আবারো ভরে উঠবে একটি পরিবার।


আসুন সবাই মিলে একটা প্রান বাঁচানোর চেষ্টা করি। আপনার একদিনের পকেট খরচের টাকা হতে পারে কারো বেঁচে থাকার কারন! 


যোগাযোগ ও সহযোগিতার জন্য: 

তার বড় ভাই 

মোঃ সাইফুল ইসলাম শামীম 

01715968149


আর্থিক সহযোগিতার জন্য 

 (বিকাশ +নগদ ) 01715968149


ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার

মোঃ শামীম 

A/C no = 4310100032728 (সঞ্চয়ী হিসাব)

সোনালী ব্যাংক, গলাচিপা শাখা 

গলাচিপা , পটুয়াখালী

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024