|
Date: 2024-07-13 07:40:08 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৯ বোতল বিদেশী মদসহ উত্তম কাহার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শনিবার (১৩ জুলাই) দুপুরে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, থানার এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে শুক্রবার (১২ জুলাই) রাতে উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের জেরিন চা বাগানের ডলুবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী উত্তম কাহার (২৮)-কে আটক করে পুলিশ।
আসামী উত্তম কাহার শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানস্থ ডলুবাড়ী এলাকার মৃত উমা শংকর কাহার এর ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উত্তম কাহারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024