|
Date: 2024-07-13 08:21:29 |
উল্টো রথযাত্রা, এইচএসসি পরীক্ষা, পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের কারণে এ সপ্তাহে সড়কে প্রচণ্ড চাপ থাকবে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন চলমান থাকলে সড়কে সেই চাপ আরো বাড়তে পারে।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান। এসব চাপ মোকাবিলা করে সড়ক স্বাভাবিক রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
এস এম মেহেদী হাসান বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সপ্তাহে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও পরীক্ষা আছে। আবার ১৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ইসকন মন্দির পর্যন্ত উল্টো রথযাত্রা আছে। স্বাভাবিকভাবেই ঢাকা শহরের সড়কে চাপ বাড়বে।
তিনি আরো বলেন, আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা। লালবাগ ইমামবাড়া থেকে শুরু হয়ে ধানমন্ডি লেক পর্যন্ত তাজিয়া মিছিল যাবে। এছাড়া লালবাগ, মোহাম্মদপুর, মিরপুরসহ নানা স্থানে তাজিয়া মিছিল হবে। এসব এলাকায় যানজটের শঙ্কা আছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন চলছে। আন্দোলন চলমান থাকলে সড়কে চাপ বাড়বে। এ কারণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপির সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে। রোববারও বাংলা ব্লকেড কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক পুলিশ কাজ করবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমাদের ৮টি বিভাগ সমন্বিতভাবে প্রস্তুত আছে। আমরা জনভোগান্তি কমানোর চেষ্টা করছি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রথযাত্রা, তাজিয়া মিছিল, কোটা সংস্কার আন্দোলন কারণে সড়ক বন্ধ হয়ে গেলে বা মানুষ ভোগান্তিতে পড়লে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। কোনো ইন্টারসেকশন বন্ধ হলে পাশের ইন্টারসেকশনে জনবল বাড়ানো হয়। বিকল্প সড়কগুলো সচলে তৎপরতা বাড়ানো হয়।
© Deshchitro 2024