শনিবার  সকালে  বাড়ির পার্শে  মাঠে কাজ করতে জান সাইদুল ইসলাম (৫৫ ) সে সময় বিষাক্ত (গোমা) হাটুতে  সাপে কামড় দেয়। সাইদুল ইসলাম নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বৈড়কুড়ি গ্রামের মৃত  আব্দুল  হাদির  ছেলে। 


সাইদুল ইসলাম পরিবার সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সরকারী  মেডিকেলে চিকিৎসার  যাওয়ায়   আগে মৃত্যু হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024