কর্মে চিরঞ্জীব যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনায় চতুর্থ মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে ১৪ জুলাই (রবিবার) বিকেলে বহুভাষী কম্পিউটার ও ট্রেনিং সেন্টারে চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলার যুগান্তর প্রতিনিধি অধ্যাপক আবু তৈয়ব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু।

স্মরণ সভা ও মৃত্যু বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাহাজাহান খান বাবুল, জয়াগ কলেজে অধ্যাপক মফিজ উল্যা, ইনকিলাব প্রতিনিধি দিদারুল ইসলাম ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর।

স্মরণ সভায় শেষে মরহুম আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাজী সমিতির সভাপতি মাওলানা সাহাব উদ্দিন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024