|
Date: 2024-07-14 18:13:00 |
রাজাকার রকাজার স্লোগানে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রবিবার (১৫ জুলাই) প্রধামন্ত্রীর আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলার প্রতিবাদে রাত ১০ টার দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে নামে, এরই ধারাবাহিকতায় রাত ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজাকার রাজাকার স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নেয় এবং রাত বারোটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।
এর কিছুক্ষণ পরেই রাত সাড়ে বারোটায় মেয়েদের হল থেকে একে একে শত শত নারী শিক্ষার্থী ফোনের ফ্ল্যাশ জ্বালিত অবস্থায় প্যারিস রোডে অবস্থান নেয়। এসময় তারা "রাজাকার আসছে রাজপথ কাপছে", "কে বলেছে রাজাকার, সরকার সরকার", মেধাবীদের একশন, ডাইরেক্ট একশন", "তুমি কে আমি কে, রাজাকার রাজাকার", চেয়েছিলাম অধিকার রাজাকার", "রাবিয়ানদের একশন ডাইরেক্ট একশন" স্লোগান দিতে থাকেন।
এরপর সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উক্ত স্লোগান দিচ্ছেন।
© Deshchitro 2024