আসরের সর্বোচ্চ গোলদাতা এসেছিলেন বদলি হিসেবে। সেই লাউতারো মার্টিনেজই ফাইনালে এনে দিলেন লিড। দুর্দান্ত এক শটে ভাঙলেন ডেডলক। ম্যাচের ১১১ মিনিটে লিড পেল আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় লাউতারো মার্টিনেজকে। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। 


শুরু থেকে দারুণ খেলতে থাকা কলম্বিয়ােকে ১-০ গালে হারিয়ে চ্যাম্পিয়নস হলো আর্জেন্টিনা।


উল্লেখ্য, ডি মারিয়া তার ক্যারিয়ার জীবনের সর্বশেষ ম্যাচ খেলেছেন আজকের কোপা আমেরিকার ফাইনালে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024