মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত রচনা প্রতিযোগিতায় "গ'' বিভাগে রাজশাহী জেলা পর্যায়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ শিক্ষার্থী কুইন রানি।

রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনাসভা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এ সময় তার হাতে সার্টিফিকেট ও উপহার সামগ্রী হিসেবে তুলে দেওয়া হয়। কুইন রানি রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অনুভূতি প্রকাশ করে কুইন রানী বলেন, আগে কখনো কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না কিন্তু আমার ডিপার্টমেন্টের স্যার ম্যাম দের অনুপ্রেরণায় প্রথমবার মনে সাহস নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু প্রথম স্থান অর্জন করব এটা ভাবিনি । আমার মেসের আপুরাও অনেক অনুপ্রেরণা দেয় এইসব বিষয়ে। সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024