|
Date: 2024-07-16 12:06:14 |
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার এর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশাল বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে ওঠে।
এরপর মাহতাব টাওয়ার এবং ক্যালিকো কটন মিল ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়।
প্রধান ফটকে এসে শিক্ষার্থীরা ১ ঘন্টা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই ‘, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিকেল ৫টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।
শিক্ষার্থী রাশেদ হাসান বলেন, ‘এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।
বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।’
© Deshchitro 2024