|
Date: 2024-07-16 12:14:58 |
সুগন্ধা বীচ পয়েন্ট তথা সী ইন পয়েন্ট নামের এই সৈকতে পর্যটক সমাগম থেকে শুরু করে এখানে বাণিজ্যিক কার্যক্রম যার হাত ধরে শুরু হয় তিনি হলেন আলহাজ্ব নুরুল আবছার। নিজে সী ইন মার্কেট গড়ে তোলেন এবং সমুদ্রের এই পয়েন্টটিকে জনপ্রিয় করে তোলেন। নিজ এলাকা চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। তবে সমুদ্র আর এই জনপদকে ভালোবেসে আমৃত্যু রয়ে গেলেন কক্সবাজারে। তাই সদ্য প্রয়াত সেই সী ইন মার্কেটের মালিক আলহাজ্ব নুরুল আবছারের নামে সুগন্ধা সড়কটির নাম আলহাজ্ব নুরুল আবছার সড়ক নামকরনের দাবী জানানো হয়েছে।
সোমবার রাতে সুগন্ধা সী- ইন মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রয়াত নুরুল আবছারের স্মরণ সভায় এ দাবী জানানো হয়। দাবীটি উত্থাপন করেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।
স্মরণসভায় জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেন, পর্যটন শিল্প বিকাশে নুরুল আবছারের অবদান অনস্বীকার্য। তিনি সুগন্ধা পয়েন্ট এলাকাকে আলোকিত করেছেন।
স্মরণসভায় পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বলেন, মানুষ হিসেবে নুরুল আবছার ছিলেন অমায়িক এবং বিনয়ী। উনার অবদানের যথাযথ সম্মান দেয়া হবে।
এতে কক্সবাজারস্থ চন্দনাইশ সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, প্রয়াত নুরুল আবছারের সন্তান মাহামুদুর রহমান মিশুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সী-ইন মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি নুরুল আবছার।
সভার আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
© Deshchitro 2024