মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে আন্দোলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নেয়। ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আন্দোলনকারীরা জেলা শহরের নারিকেলতলা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। 

ছাত্রলীগের নেতা-কর্মীরা একই সময় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে পাল্টা মিছিল বের করে। পরে তারা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ দুই গ্রুপের মাঝখানে ব্যারিগেট তৈরী করে। 

ছাত্রলীগের সমর্থকরা লাঠি ও লোহার রড় হাতে নিয়ে মহাড়া দিতে থাকে। 

এদিকে, আন্দোলনকারীরা নারিকেলতলা মোড়ে সাতক্ষীরা-খুলনা মহা সড়কের উপর বসে পড়ে এবং যান চলাচল বন্ধ করে কোটা আন্দোলনের পক্ষে শ্লোগান দিতে থাকে। সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024