জয়পুরহাটে এইচএসসি পরিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভ কামনা জানিয়ে তাদের মাঝে কলম, বোর্ড,স্কেল ও ফাইল বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। 

রবিবার (৬ নভেম্বর) দুপুরে প্রথম দিনের পরিক্ষা শেষে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার নেতৃত্বে ১১২৭ জন এইসএসসি পরিক্ষার্থীর মাঝে পরিক্ষার উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান শোভন, পৌর  ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন, বায়োজিদ হোসেন, আহসান হাবিব প্রমুখ।

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করে যাচ্ছে। সে লক্ষ্যে এইচএসসি পরীক্ষার শুরুর দিন থেকে জেলার প্রায় সকল পরীক্ষা কেন্দ্রেই ধারাবাহিক ভাবে এ উপহার সামগ্রী  বিতরণ অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024