|
Date: 2024-07-17 09:33:15 |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি প্রথমে রোহিঙ্গা শিক্ষার্থীদের স্কুল পরিদর্শন করে। পরে ক্যাম্প-৪ সিআইসি অফিসে সকল কর্মচারী ও এনজিও কর্মীদের সাথে মতবিনিময় করেন।
পরে তিনি আন্তর্জাতিক খাদ্য সংস্থা ডাব্লিউএফপি অফিসে বিদেশী নাগরিকদের সাথে মতবিনিময় করে এবং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য কোরিয়া কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করে। সেখানে তিনি বৃক্ষ রোপণ করেন।
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান সরওয়ার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024