|
Date: 2024-07-17 16:11:42 |
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, 'গত রাতে জামায়াত-শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা হলে অবস্থান নিয়েছিল। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আমরা পরিস্থিতি বুঝে নিজেরা হল ছেড়ে দিয়েছি। আমাদের কেউ (আন্দোলনকারীরা) বের করে দেয়নি।
আজ বুধবার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।
এদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজ বুধবার শাহবাগে অবস্থান নেওয়ার সময় বলেন, 'ক্যাম্পাসে ছাত্রলীগের অবশ্যই শক্তিশালী অবস্থান রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।'
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
© Deshchitro 2024