|
Date: 2024-07-18 10:35:50 |
চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয় সহ স্কুল ও কলেজের শিক্ষার্থী৷ আহত হয়েছেন শহস্রাধিক৷ শিক্ষার্থীদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় ছাত্রলীগও। থমথমে অবস্থা বিরাজ করে ক্যাম্পাসগুলিতে৷ উদ্ভূত পরিস্থিতিতে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার (১৭ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বশেফমুবিপ্রবি বন্ধ ঘোষণা করা হয়। একই মধ্যে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে৷
বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বেগম নুরুন্নাহার হল থেকে শিক্ষার্থীরা বেডিংপত্র নিয়ে বের হয়ে যাচ্ছেন। কেউবা রিকশা ও অটোর জন্য অপেক্ষা করছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায় দুটি হল সহ প্রশাসনিক ও একাডেমিক ভবন বন্ধ রয়েছে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের মাধ্যমে জানাজায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যন্য শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাস ছেড়েছেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা ৬ টার আগেই হল ছেড়েছে।
শিক্ষার্থীরা বলেন, "এমন পরিস্থিতিতে পরিবার চিন্তার আছে আমাদের নিয়ে। গতকাল বিকেল থেকে বাসায় যাওয়ার জন্য পরিবারের সদস্যরা ফোন করছে। যাওয়ার ইচ্ছে ছিলো না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় হল বন্ধের কারনে ছাড়তে বাধ্য হয়েছি৷ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর এমন নির্বিচারে গুলিবর্ষণ আর সহ্য হচ্ছে না, এ প্রাণ বিসর্জন বৃথা যাবে না, ইনশাআল্লাহ"
© Deshchitro 2024